ক্যানসারে আক্রান্ত স্ত্রীকে সময় দিতে চাকরি ছাড়লেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান জুলিয়ান ক্যালেফাতো।বৃহস্পতিবার।
(২২ জুন) বিসিবির ক্রিকেট অপারেশন্সের কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।জালাল ইউনুস বলেন, সে (জুলিয়ান) চাকরি ছেড়ে দিয়েছে। জুলিয়ানের স্ত্রী ক্যানসারে আক্রান্ত। সে তার স্ত্রীর জীবনের শেষ সময়টায় তাকে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন…লেবাননের বিপক্ষে একাদশ নিয়ে নামছে বাংলাদেশ
এদিকে পদত্যাগপত্রে ক্যালেফাতো জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি এই চাকরি ছাড়ছেন।তবে বিসিবি সূত্র বলছে, তার স্ত্রী মূলত ক্যানসার আক্রান্ত। জীবনের শেষ সময়টুকু তাকে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার জায়গায় ইতোমধ্যেই নতুন লোক খুঁজছে বিসিবি।
২০১৯ সালের সেপ্টেম্বরে জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যোগ দেন ক্যালেফাতো। ২০২১ সালের নভেম্বরে চাকরি ছেড়ে দিয়েছিলেন তিনি।তবে ২০২২ সালের।
আগস্টে দ্বিতীয় দফায় বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে ফিজিওথেরাপিস্ট হিসেবে যোগ দেন এই প্রোটিয়া। এরপর চলতি বছরের জানুয়ারিতে পুনর্বাসন কেন্দ্রের (রিহ্যাব সেন্টার) প্রধানের দায়িত্ব পান ইতালিয়ান বংশোদ্ভূত ক্যালেফাতো।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.