তামিমের সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন

খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে দুই দিন ধরেই চলছে আলোচনা-সমালোচনা। এর জন্ম দিয়েছেন তিনি নিজেই। আফগানিস্তানের বিপক্ষে গতকাল প্রথম ম্যাচে হেরেছে টাইগাররা। এ ম্যাচে শতভাগ ফিট না হয়েও খেলেছেন দেশসেরা ওপেনার। তাঁর এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনাও করেছিলেন বিসিবি সভাপতি। আর গতকাল রাতে হঠাতই আজ দুপুর ১২ টায় সংবাদ সম্মেলন ডেকেছিলেন তামিম। তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবার এ সময় পরিবর্তন করা হয়েছে। দুপুর ১টা ৩০ মিনিটে বিশেষ সংবাদ সম্মেলন গণমাধ্যমের মুখোমুখি হবেন বাঁহাতি এ ব্যাটার যা চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনের কৃষ্ণচূড়া হলে হবে বলে জানা গেছে।

প্রথম ওয়ানডেতে কাল আফগানদের বিপক্ষে বৃষ্টি আইনে পরাজিত হয়েছে বাংলাদেশ। হারের দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল টাইগাররা যার শুরু অধিনায়ক তামিমকে দিয়ি। এদিকে সদ্য পিঠের চোট থেকে সেরে ওঠলেও শতভাগ ফিট না হয়েই নিজের একক সিদ্ধান্তে গতকালের ম্যাচে মাঠে নামেন তিনি। এ নিয়ে বোর্ড সভাপতি পাপন করেছেন করা সমালোচনা। এসবের মাঝেই আজ দুপুর ১২ টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন দেশসেরা ওপেনার। ম্যাচ পরবর্তী দিনে আজ অনুশীলন নেই তামিম-সাকিবদের। তাই, বিশ্রামের দিনে ডাকা সংবাদ সম্মেলনে কি নিয়ে কথা বলবেন তিনি তা নিয়ে চলছে নানা রকম গুঞ্জন।

আরও পড়ুন>> ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ ৫ বছর করার সুযোগ দিচ্ছে ডিএসসিসি

প্রথম ম্যাচের আগের দিন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছিলেন, ‘আগামীকালের ম্যাচে আমি খেলবো। শরীর আগের চেয়ে ভালো। এটা বলব না যে আমি শতভাগ ফিট। কাল খেলার পর আরও ভালো বুঝতে পারব যে কী অবস্থা। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত, আমি কাল খেলছি, ইনশাআল্লাহ।’

আর এমন সিদ্ধান্তে বেশ নাখোশ ছিলেন পাপন। গণমাধ্যমে তিনি বলেন, ‘এটি তো আর পাড়া-মহল্লার কোনো ম্যাচ নয়, আন্তর্জাতিক একটা ম্যাচ। এমন সিরিজের আগের দিন অধিনায়ক বলছে সে ফিট না। কিন্তু খেলবে। খেলে নিজের ফিটনেস বোঝার চেষ্টা করবে। এটা তো পেশাদার কোনো আচরণ হতে পারে না।’

তাঁর এমন সিদ্ধান্তে কোচ হাথুরুসিংহেও বিরক্ত বলে জানান বিসিবি সভাপতি। তিনি আরও বলেন, ‘আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কোন দৃষ্টিভঙ্গি নিয়ে তামিম এমন কথা বলল। আমি কোচের সঙ্গে কথা বলেছি। কোচও এমন কোনো কিছুর সঙ্গে অভ্যস্ত নয়। সেও ক্ষুব্ধ। তামিমকে আসলে পরিষ্কার করে জানাতে হবে সে আসলে কী চায়। কোন পর্যায়ে আছে সে। দেখি আমি ম্যাচ দেখতে চট্টগ্রাম যাব।’

এদিকে তামিমের আজকের হঠাত ডাকা সংবাদ সম্মেলন নিয়ে চলছে নানা রকম গুঞ্জন। অধিনায়কত্ব ছাড়তে পারেন তিনি, আছে এমন সংশয়ও। পুরোপুরি সুস্থ না হয়ে খেলার সিদ্ধান্ত নিলেও দলের জন্য ক্ষতিকর কিছু করবেন না, ম্যাচের আগের দিন এমন কথাও বলেছিলেন টাইগার ওপেনার। ব্যক্তির চেয়ে দল বড় এমন কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমারও দেখতে হবে আমি মানিয়ে নিতে পারছি কি না। তবে আমি এ রকম কোনো কাজ করব না, যেটায় দল ভুগবে।’খেলতে গিয়ে সমস্যা অনুভব করলে তিনি ও মেডিকেল টিম মিলেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নিবেন বলে জানান তিনি।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us