ইউরোপের পথে বাইডেন, যোগ দিবেন ন্যাটোর সম্মেলনে

ইউক্রেনকে ক্লাস্টার বোমা সরবরাহের যে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নিয়েছে, বেশ কয়েকটি মিত্র দেশ তাতে অস্বস্তি প্রকাশ করেছে। এরই মধ্যে বোরবার ইউরোপের কয়েকটি দেশে সফরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সিএনবিসির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

এবারের সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার কথা রয়েছে বাইডেনের। এর মধ্যে রয়েছে ইউক্রেন যুদ্ধ, সামরিক জোট ন্যাটোর সদস্য বাড়ানো এবং ক্লাস্টার বোমা সরবরাহ।

আরও পড়ুন>> সুদানে বিমান বাহিনীর হামলায় নিহত ২২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান মনে করছেন, এ সফর প্রেসিডেন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেননা এ সফরেই বোঝা যাবে, বাইডেন বিশ্ব নেতৃত্বে কোন অবস্থানে আছেন, কী প্রভাব রয়েছে তার।

রোববার রাতেই লন্ডনে পৌঁছার কথা রয়েছে বাইডেনের। এরপর তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও দেশটির রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।

লন্ডন থেকে সরাসরি লিথুনিয়ার ভিলনিয়াসে যাবেন বাইডেন। সেখানে ন্যাটোর সম্মেলনে অন্যান্য নেতাদের সঙ্গে অংশ নেবেন তিনি। এরপর হেলসিনকিতে গিয়ে ন্যাটোর নতুন সদস্য ফিনল্যান্ডকে স্বাগত জানাবেন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us