বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানে সিনেমা

বিনোদন ডেস্ক :

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমা নির্মাণের বিষয়টি নতুন কিছু নয়। স্বাধীনতার পর থেকেই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে অসংখ্য সিনেমা নির্মাণ করা হয়েছে। সেসব সিনেমায় তুলে ধরা হয়ছে পাকিস্তানের সঙ্গে ’৭১-এ ঘটে যাওয়া মর্মান্তিক সব ঘটনা। যুদ্ধের সময় পাকিস্তানিদের পৈশাচিক নির্যাতন, লুটপাট  ও  ধর্ষণের কথা মনে পরলে এখনও বাঙালির হৃদয় কেঁপে ওঠে। যার ফলে পাকিস্তানিদের প্রতি ঘৃণা, রাগ, ক্ষোভ এখনও কমেনি বাঙালিদের।

এবার বাঙালিদের প্রতি চালানো নিজেদের সেই কুকর্ম নিজেদের দেশের সিনেমায় তুলে ধরবে পাকিস্তান। যার নাম ‘খেল খেল ম্যায়’। সিনেমাটি আগামী ১৯ নভেম্বর পাকিস্তানে মুক্তি পাবে।

এর আগে গত ৩০ অক্টোবর সিনেমাটির প্রথম টিজার মুক্তি দেওয়া হয়। যেখানে মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া ইতিবাচক কিছু ঘটনা তুলে ধরা হয়। তাই ধারণা করা হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের ইতিহাসের অন্যতম সাক্ষী হয়ে থাকতে যাচ্ছে সিনেমাটি।

পাকিস্তানের বাণিজ্যিক ধারার এই সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সজল আলী ও বিলাল আব্বাস খান। সিনেমাটি নির্মাণ করেছেন পাকিস্তানের খ্যাতনামা নির্মাতা নাবীল কুরেশি। এর গল্প লিখেছেন ফিজা আলি, মীর্জা ও নাবীল কুরেশি।

ইতোমধ্যেই পাকিস্তানি সংবাদমাধ্যমে সিনেমাটি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ ছাড়া গল্পে দেখা যাবে ‘খেল খেল ম্যায়’-এ দুটি প্রজন্মকে দেখানো হয়। একটি প্রজন্ম যারা বাংলাদেশির বিরুদ্ধে নৃশংসতা চালিয়েছিল। এরপর পাকিস্তানে বাংলাদেশিদের নিয়ে প্রজন্মের পর প্রজন্ম মিথ্যাচার চালানো হয়েছে। বর্তমান প্রজন্ম আসল সত্যটা জানতে চায়। সিনেমাটির বেশ কিছু দৃশ্যধারণ হয়েছে ঢাকাতে।

ইবাংলা/এএমখান/০৪ নভেম্বর, ২০২১

Contact Us