ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানালেন সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত ৪ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম ১৫ টাকা বৃদ্ধির প্রেক্ষিতে ডাকা ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (৫ নভেম্বর) সকালে  নিজ বাসভবনে ব্রিফিংকালে পরিবহন মালিক শ্রমিকদের প্রতি এ আহ্বান জানান তিনি।

ব্রিফিং এ পরিক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে তাদের ধর্মঘট প্রত্যাহারের আহ্ববান জানান সেতুমন্ত্রী। তিনি আরো বলেন আগামী রোববার (৭ নভেম্বর) বিআরটিএর ভাড়া পুনঃনির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যম জনগণের ওপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে।

এদিকে, পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকায় রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সবজী ও মাছসহ বিভিন্ন জিনিসের দাম।  

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) প্রতি লিটারে  ডিজেল ও কেরোসিনের দাম ১৫ টাকা বৃদ্ধির ঘোষণার পর দাম বৃদ্ধির প্রতিবাদ এবং তেলের দাম কমিয়ে ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত শুক্রবার (৫ নভেম্বর) থেকে বাস না চালানোর সিদ্ধান্ত নেয় সড়ক পরিবহন মালিক স‌মিতি। বিভিন্ন জেলায় বন্ধ রয়েছে দুরপাল্লার বাস চলাচল সহ সকল প্রকার পণ্যবাহী গাড়ি চলাচল।

ইবাংলা/টিপি/ ৫ নভেম্বর, ২০২১

 

Contact Us