বৈঠকে হয়নি সুরাহা, লাশ পড়ে আছে নোম্যান্সল্যান্ডে

সিলেট প্রতিনিধি

সিলেটের কানাইঘাটের দনা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকদের লাশদুটি সিমান্তের বাংলাদেশ না ভারতের অংশে পরেছে তা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দুই দেশের সিমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠক হলেও এর কোন সুরাহা হয়নি। লাশদুটো এখনও পরে আছে নোম্যান্সল্যান্ডে।

Islami Bank

বৈঠকে বিএসএফ হত্যার দায় অস্বীকার করেছে। লাশ দুটি কোন দেশের অংশে পড়েছে তা নিশ্চিত হওয়ার পরই লাশ উদ্ধার হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

এদিকে লাশ উদ্ধারে আরো দেরি হতে পারে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজিবি সদস্য জানান, লাশ ভারতের অভ্যন্তরে থাকলে সে দেশেই ময়নাতদন্তের পর বিএসএফের কাছে লাশ হস্তান্তর করা হবে। সবকিছু সম্পন্ন হওয়ার বিষটি তাই সময় সাপেক্ষ।

মঙ্গলবার রাতে কোনও একসময় তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সকালে তাদের গুলিবিদ্ধ লাশ আর্ন্তজাতিক সীমানার ১৩৩১ নম্বর মেইন পিলারের পাশের একটি খালে পাড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাদের পরিচয় শনাক্ত করে।

one pherma

নিহতদের একজন কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এরালিগুল গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে আসকর আলী (২৫) ও অন্যজন একই গ্রামের আবদুল হান্নানের ছেলে আরিফ হোসেন (২২)। নিহতদের পরিবার জানায়, মঙ্গলবার বিকালে তারা স্থানীয় লালবাজারে যাওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি।

কানাইঘাট থানার ওসি মোহাম্মদ তাজুল ইসলাম জানান, লাশগুলো সীমান্তে পড়ে আছে। বিজিবি ও বিএসএফ এর মধ্যে আলোচনার মাধ্যমে জটিলতার নিরসনের পর লাশ উদ্ধার হবে।

ইবাংলা/টিপি/ ৫ নভেম্বর, ২০২১

Contact Us