ফ্যান চুরির অভিযোগে ববি কর্মকর্তাকে শোকজ

ফ্যান চুরির দায়ে অভিযুক্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন কর্তৃপক্ষ।

Islami Bank

রোববার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) সুপ্রভাত হালদার এই শোকজ পত্র দিয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, আগামী দশ (১০) কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্ত কর্মকর্তাকে। এর ব্যত্যয় ঘটলে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।

আরও পড়ুন>> মা হওয়া নিয়ে মুখ খুললেন মাহি

one pherma

অভিযুক্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, চিঠি পেয়েছি। যথাসময়ে জবাব দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ বলেন, আগামী দশ কর্মদিবসের মধ্যে উল্লিখিত অভিযোগের ব্যাপারে যৌক্তিক কারণ দর্শানোর জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পক্ষ থেকে অভিযুক্তকে চিঠি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২২ জুলাই বিশ্ববিদ্যালয়ের স্টোর রুম থেকে ১২টি ফ্যান নিয়ে ক্যাম্পাসের বাইরে যাবার সময় ফটকে দায়িত্বরত আনসার সদস্য অভিযুক্ত কর্মকর্তাকে আটকায়। বিষয়টি জানাজানি হবার পরও অভিযুক্তর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us