নোয়াখালীতে দৃষ্টি নন্দন মডেল মসজিদের উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে দৃষ্টি নন্দন সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (৩০ জুলাই) সকাল ১০টায় নোয়াখালী সদর উপজেলা মডেল মসজিদটি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন তিনি।

Islami Bank

এ উপলক্ষে মডেল মসজিদের নিচতলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মডেল মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল।

আরও পড়ুন…হঠাৎ ইসিতে যাচ্ছে বিএনপি

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাজিমুল হায়দার, সদর উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ, গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সাদ মো. আন্দালিব, ইসলামী ফাউন্ডেশনের।

উপ-পরিচালক মো. আবুল কাশেমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন মসজিদের ইমাম উপস্থিত ছিলেন।

one pherma

এর আগে নোয়াখালীর বেগমগঞ্জ, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ উপজেলা ও সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের নির্মাণ কাজ শেষে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন…ফ্যান চুরির অভিযোগে ববি কর্মকর্তাকে শোকজ

দৃষ্টিনন্দন এই মসজিদে নামাজ আদায় করতে পেরে দারুন উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। এসব মডেল মসজিদে নারী-পুরুষদের আলাদা অজু ও নামাজের ব্যবস্থা, পাঠাঘার, পার্কিং ও মৃতদেহ গোসলসহ আধুনিক সব সুযোগ-সুবিধা। ইসলামী সংস্কৃতি চর্চার পাশাপাশি জ্ঞান অর্জন, হজ্জ্ব নিবন্ধন ও প্রশিক্ষণসহ সব ধরনের ব্যবস্থা রয়েছে মডেল মসজিদে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us