যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন শাকিব খান

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন শাকিব খান। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ৯টায় শাহজালাল বিমানবন্দনের অবতরণ করেন। এক মাস পাঁচ দিন দেশটিতে অবস্থান করেন তিনি।

বিমানবন্দরে শাকিবকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক তপু খান, অনন্য মামুন, সাইফ চন্দন, হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান। এ সময় তারা ছেলে জয়ের একটি হাতে আঁকা ছবি ‍উপহার দেন শাকিবকে।

আরও পড়ুন>> চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল শুরু

গেল ৭ জুলাই যুক্তরাষ্ট্রে মুক্তি পায় শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমা। এর আগে ৪ জুলাই দেশটিতে যান তিনি। মূলত, ছবি মুক্তি উপলক্ষে সেখানে যাওয়া তার।

এদিকে দেশের প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ দেখা হয়নি তার। সেকারণে যুক্তরাষ্ট্রে সিনেমাটি দেখেন তিনি। প্রবাসি দর্শকরা তাকে পেয়ে উচ্ছ্বসিত হন।

গেল ঈদুল আজহায় মুক্তি পায় ‘প্রিয়তমা’ সিনেমা। আরশাদ আদনান পরিচালিত সিনেমাটি পরিচালনা করেন হিমেল আশরাফ এর কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

অন্যদিকে শাকিব যুক্তরাষ্ট্র যাওয়ার পর ছেলে জয়কে নিয়ে সেখানে যান অপু বিশ্বাস। তারপর তারা তিনজন দেশটির বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। গিয়েছেন কানাডায়ও। সেইসব ছবি সমাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়, তবে কি আবার এক হচ্ছেন তারা? যদিও এর উত্তর এখনও পাওয়া যায়নি তাদের কাছ থেকে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us