সারা দেশে ২য় দিনের মত চলমান পরিবহন ধর্মঘটের মধ্যেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্নাতকে (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তির চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ। বুয়েটের ওয়েবসাইটে শনিবার (৬ নভেম্বর) চুরান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়।
পূর্বনির্ধারিত দুই শিফটে অনুষ্ঠিত চূড়ান্ত পরীক্ষার। প্রথমটি শুরু হয়েছে সকাল ১০টা থেকে চলবে দুপুর ১২টা পর্যন্ত। পরবর্তী শিফটে বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ২০ ও ২১ অক্টোবর বুয়েটে ভর্তির প্রাক্-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়ে ২৬ অক্টোবর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
আজ ছয় হাজার শিক্ষার্থী পরিক্ষায় অংশ নেবে মোট ১ হাজার ২১৫টি আসনের বিপরীতে।
ইবাংলা/টিপি/ ৬ নভেম্বর, ২০২১