বসুন্ধরা গ্যাস কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৬
জেলা প্রতিনিধি, বাগেরহাট
মোংলা বসুন্ধরা এলপিজি গ্যাস ফ্যাক্টরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। দগ্ধদের চিকিৎসার জন্য রাতে খুলনায় পাঠানো হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মোংলা উপজেলার দিগরাজ এলাকায় অবস্থিত বসুন্ধরা গ্রুপের এলপিজি গ্যাস কারখানায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলপিজি কারখানা কতৃপক্ষ আহতের চিকিৎসার জন্য খুলনায় প্রেরন করেন। আহতরা হলেন,মোঃ সাইফুল (৩০),মোঃ তরিকুল ইসলাম (২৮), নুর আলম (২৬), মোঃ আজিম (৩১), মোঃ ইমরান(২৯) ও হাসান সিকদার(২৮)।
খুলনায় হাসপাতালে চিকিৎসাধীন হাসান আলী সিকদার মুঠোফোনে জানান, তাদের প্রায় সকলেরই বুক হাত পা পুরে গেছে। বিষয়ে বসুন্ধরা এলপিজি গ্যাস প্রক্রিয়াকরন কারখানার পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
- মোংলা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানায়, মোংলা বন্দরের শিল্পাঞ্চলের বসুন্ধরা নামের একটি গ্যাস কারখানায় গ্যাস বোতলজাত (সিলিন্ডার) করছিলেন শ্রমিকরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৪৫ কেজি ওজনের একটি সিলিন্ডার লিকেজ হয়ে হঠাৎ বিস্ফোরিত হয়।
এসময় গ্যাস সিলিন্ডার ভর্তি করার কাজে নিয়োজিত থাকা ৬ শ্রমিক গ্যাসের আগুনে দগ্ধ হন। দ্রুত আহতদের উদ্ধার করে কারখানা কর্তৃপক্ষ চিকিৎসা দেয়ার ব্যবস্থ্য করে। পরে রাত সাড়ে ৭টার দিকে আহতদের অবস্থার অবনতি দেখে দ্রুত তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা কলেজ হাসপাতালে বার্ন ইউনিট বিভাগে ভর্তি করা হয়েছে।
ইবাংলা/ ই/ ৭ নভেম্বর, ২০২১