নেটিজেনদের ঘুম কেড়েছেন এই গলফার

ইবাংলা ডেস্ক

পাইগে স্পিরানাক। একজন পেশাদার আমেরিকান গলফার। তবে তিনি খেলা নিয়ে যতটা আলোচনায় থাকেন, তার চেয়েও বেশি থাকেন তার রগরগে পোশাক ও দুর্দান্ত ফিগার এবং যৌন আবেদনের জন্য।

Islami Bank

পাইগে সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি পোস্ট করলেই নেটিজেনদের লাখ লাখ ভিউ আর লাইকে ভরে যায়।

গলফের পোশাক হোক কিংবা ফ্যাশন অ্যাটায়ার, পাইগে সব সময় লাইমলাইটে। অনেক অভিনেত্রী কিংবা মডেল তার রূপ-সৌন্দর্যকে হিংসা করেন। কেউ কেউ তো তাকে তার যৌন আবেদনের জন্য পর্নোস্টার বলে মনে করেছেন। তাই সার্চ ইঞ্জিনে পর্নোস্টার দিয়ে তার নামও সার্চ করেছেন অনেকে।

সব মিলিয়ে তিনি গলফ খেলা ছেড়ে দিলেও তার সৌন্দর্যের কারণে বিকল্প পেশার অভাব হবে না। এমনটাই মনে করেন তার ভক্তরা।

one pherma

হ্যালোউইন-এ পাইগে স্পিরানাক ফিকশন ক্যারেক্টর হার্লে কুইন-এর লুকে নিজেকে প্রেজেন্ট করেন সোশ্যাল মিডিয়ায়। একই সঙ্গে ইনস্টাগ্রামে ফটো পোস্ট করা হয়েছে। যা নিয়ে তার সমালোচনা করেন কিছু ফ্যান।

পাইগে অবশ্য এ ব্যাপারে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন। সমালোচকেরা লিখেছেন, এগুলো অত্যন্ত ডেসপারেট। পাইগে লেখেন, আমি শুরু থেকেই ডেসপারেট।

পাইগে সম্প্রতি গলফে হোল করে শিরোনামে আসেন। তিনি কলেজ থেকেই গলফ খেলতেন। পরে পেশাদার গলফ সার্কিটে আসেন। তবে খেলার চেয়ে তাকে নিয়েই চর্চা বেশি হয়।

ইবাংলা/এএমখান/০৬ নভেম্বর, ২০২১

Contact Us