ব্রাজিলের জয়ের দিনে রেকর্ড গড়লেন নেইমার

শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর বাছাই পর্ব। কনমেবল বা দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। যেখানে বলিভিয়াকে ৫-১ গোলের ব্যবধানে উড়িয়ে দেয় সেলেসাওরা। আজ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে আবারও মাঠে নামবে লাতিন দেশটি। তবে বলিভিয়াকে উড়িয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করা ব্রাজিল হোঁচট খেতে বসেছিল পেরুর বিপক্ষে। তবে শেষ মুহূর্তে মারকুইনহোসের নৈপুণ্যে ১-০ গোলের জয় তুলে নিয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে নেইমার গোল না পেলেও রেকর্ড গড়েন এদিন।

আরও পড়ুন>>  সব সম্পর্ক বিয়ের দিকে নিয়ে যায় না: প্রভা

ম্যাচের শেষ মুহূর্তে মারকুইনহোসকে গোল করতে সহওয়াতা করান নেইমার। আর তাতেই গড়েন নতুন এক নজির। দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ ‘অ্যাসিস্ট’ (গোল করানো) এখন নেইমারের দখলে। রেকর্ড গড়ার পথে তিনি পেছনে ফেলেছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজের মতো বড় তারকাদের।

এই অ্যাসিস্টের মধ্য দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকায় ১৮টি গোলে অ্যাসিস্ট হলো নেইমারের। আর তাতেই টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় নাম লিখিয়েছেন নেইমার। ফুটবলের পরিসংখ্যানভিত্তিক টুইটার অ্যাকাউন্ট মিস্টারচিপ জানিয়েছে, চিলি ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজের ‘অ্যাসিস্ট’ সংখ্যা ১৭টি ছাড়িয়ে ওপরে উঠে এসেছেন নেইমার।

এ দিকে দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত অ্যাসিস্ট ও গোল মিলিয়ে নেইমারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪টিতে। অ্যালেক্সিস সানচেজের গোল ও অ্যাসিস্ট সংখ্যা ২০টি, তিনি রয়েছেন তালিকায় দ্বিতীয়তে। তিনে রয়েছেন লুইস সুয়ারেজ। উরুগুইয়ান তারকার গোল ও অ্যাসিস্ট সংখ্যাও ২০টি। আর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মোট ১৭টি করে তালিকার চারে রয়েছেন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us