অভিযান পরিচালনায় বিএনপির ৩ নেতাকর্মী গ্রেফতার

ইবাংলা প্রতিবেদক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে এই থানা এলাকায় বিভিন্ন ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Islami Bank

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, নাসিক ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আরশাদ গাজী ও ৫নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শাহজাহান।

one pherma

ওসি গোলাম মোস্তফা জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি। সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

ইবাংলা/ জেএন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us