স্বাগতা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন

বিনোদন ডেস্ক

এ প্রজন্মের জনপ্রিয় তারকা জিনাত সানু স্বাগতা। অভিনয়, উপস্থাপনার পাশাপাশি গানও করেন তিনি। বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন এই অভিনেত্রী। প্রয়োজনীয় কাজ শেষে কিছুদিনের মধ্যেই বাংলাদেশে ফিরে আসবেন। এবার নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতা।

Islami Bank

সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে স্বাগতা জানান, বছরের শেষে বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী। তবে এখনই হবু বরের পরিচয় জানাতে রাজি নন তিনি।স্বাগতা না জানালেও একাধিক সূত্রে স্বাগতার হবু স্বামীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম হাসান আজাদ। দুজনে একসঙ্গে গানও করছেন। এরই মধ্যে স্বাগতা-আজাদের কয়েকটি গান প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন…ফিরলেন রিয়াদ ১ রানের আক্ষেপ নিয়ে

one pherma

হবু স্বামী প্রসঙ্গে স্বাগতা বলেন, আমার কাছে মনে হয়েছে, যে মানুষটির সঙ্গে এখন আমি সম্পর্কে আছি, তার সঙ্গে আগামী দিনের পথচলা সহজ হবে। আমাদের বোঝাপড়াও ভালো। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।তবে কাকে বিয়ে করছি, সময় হলেই সেটা সবাই জানতে পারবেন। সবার কাছে আমাদের জন্য শুভকামনা চাইছি।

 ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us