নিত্যপণ্যের দামে কারসাজি, ৭৯ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিম, আলু, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে কারসাজির অভিযোগে ৭৯টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রোববার দিনব্যাপী ৫৫টি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

Islami Bank

রোববার (০১ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন>> বিশ্বের সেরা পেস বোলিং ইউনিট আমাদের: মাশরাফি

এতে বলা হয়েছে, আজ ভোক্তা অধিদফতর কর্তৃক ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার অভিযান পরিচালনা করা হয়।

one pherma

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মহানগরীতে অধিদফতরের ৩টি টিম বাজার অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৪৩টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। সারাদেশে ৪৫টি টিম কর্তৃক ৫৫টি বাজারে বাজার অভিযানের মাধ্যমে ৭৯টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার রক্ষায় অধিদফতরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us