‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা জাতির ইতিহাসের দলিল: তথ্যমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার সিনেমাটি জাতির জন্য ইতিহাসের একটি দলিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আগামী ১৩ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। বঙ্গবন্ধু কীভাবে জাতির রূপকার হলেন সেটি এ সিনেমায় চিত্রায়িত হয়েছে।

রোববার (০১ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বায়োপিকের ট্রেলার প্রদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সিনেমাটি বাস্তব ইতিহাসের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। ১৫ আগস্টের ঘটনা দিয়ে সিনামা শেষ হয়েছে। খুনিরা ১০ বছরের রাসেলকে কীভাবে হত্যা করলো সেটি দেখা খুবই কষ্টকর।

আরও পড়ুন>> বিশ্বের সেরা পেস বোলিং ইউনিট আমাদের: মাশরাফি

তিনি আরো বলেন, এ সিনেমায় আরেফিন শুভ, তিশাসহ সব অভিনেতা-অভিনেত্রী অসাধারণ অভিনয় করেছেন। আগামী ২৭ অক্টোবর (শুক্রবার) ভারতেও মুক্তি পাবে সিনেমাটি।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির বিষয়ে তথ্য প্রকাশ করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। ২০১৯ সালে সিনেমাটির কাজ শুরু হয়। চলতি বছরের ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়।

ভারতীয় পরিচালক শ্যাম বেনেগালের পরিচালনায় এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ। শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us