গাজীপুরে মাটির ঘরের দেয়াল ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাজীপুরে মাটির ঘরের দেয়াল ধসে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) সকালে আশপাশের লোকজন ও তার স্বজনরা দেখতে পেয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।

Islami Bank

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরের রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন>> মুম্বাইয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬

one pherma

নিহতরা হলেন—কালিয়াকৈর উপজেলার রতনপুর নলিপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে এমারত হোসেন (৬৫) ও তার স্ত্রী আছিয়া বেগম (৫০)।

ইউএনও জানান, স্বামী-স্ত্রী দুজন ওই মাটির ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় মাটির ঘরের দেয়াল ধসে পড়ে। এতে তাদের মৃত্যু হয়। সকালে স্থানীয়রা বিষয়টি টের পায়। ধারণা করা হচ্ছে, মুষলধারে বৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল চাপায় স্বামী-স্ত্রী মারা গেছেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, স্থানীয়রা মরদেহ উদ্ধার করেছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us