২৫ বছর পর পরিচালনায় প্রসেনজিৎ

ভারতীয় বাংলা চলচ্চিত্রের অন্যতম বড় তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে শহরতলী থেকে প্রত্যন্ত অঞ্চলের দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

Islami Bank

অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও সিদ্ধহস্ত প্রসেনজিৎ। তবে লম্বা সময় পরিচালনায় দেখা যায় না তাকে। দীর্ঘ ২৫ বছর পর আবারও নির্মাণে ফিরছেন এ অভিনেতা। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি নিজেই।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী প্রসেনজিৎ বলেন, আমি ফের সিনেমা পরিচালনা করব। ইতোমধ্যেই নতুন সিনেমা নিয়ে প্রস্তুতি শুরু করেছি। মানুষ আমাকে মূলত ক্যামেরার সামনেই দেখে এসেছে। তবে ফের ক্যামেরার নেপথ্যে থেকে নতুন কোনো একটা গল্প বলব।

আরও পড়ুন>> নেদারল্যান্ডসের বোলিং তোপে ২৮৬ রানে অলআউট পাকিস্তান

টালিউডের একাধিক সূত্র বলছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই নতুন ছবি নাকি ‘প্যান ইন্ডিয়া’ প্রোজেক্ট হবে। বাংলা ছাড়াও আরও কয়েকটা ভাষায় মুক্তি পাবে এটি। তবে এখনও পুরো বিষয়টিই রয়েছে প্রাথমিক অবস্থায়। নভেম্বরে ছবি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।

one pherma

উল্লেখ্য, এর আগে পরিচালক হিসেবে দুটি সিনেমা নির্মাণ করেছেন প্রসেনজিৎ। ‘পুরুষোত্তম’ মুক্তি পেয়েছিল ১৯৯২ সালে। এতে অভিনয় করেছিলেন দেবশ্রী রায়। ছিলেন প্রসেনজিৎ নিজেও।

১৯৯৮ সালে মুক্তি পায় প্রসেনজিৎ নির্মিত আরেক সিনেমা ‘আমি সেই মেয়ে’। এতে প্রসেনজিৎ ছাড়াও অভিনয় করেছিলেন জয়া প্রদা, ঋতুপর্ণা, রঞ্জিত মল্লিক, অভিষেক চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা।

এদিকে, মুক্তির অপেক্ষায় আছে প্রসেনজিতের ‘দশম অবতার’ সিনেমাটি। এতে তার চরিত্রের নাম প্রবীর রায় চৌধুরী। সিনেমাটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। প্রসেনজিৎ ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us