হামাস-ইসরায়েল সংঘর্ষ: প্রাণহানি হাজার ছাড়াল

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের বাহিনীর মধ্যে সংঘর্ষে প্রাণহানি হাজার ছাঁড়িয়েছে। এছাড়া উভয় দেশের আহতের সংখ্যা ছাড়িয়ে গেছে চার হাজার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামাসের হামলায় ৬৫৯ বেশি ইসরায়েলি নিহত হয়েছে। দুই হাজার ১৫৬জন ইসরাইলি আহত হয়েছে বলেও জানিয়েছে দেশটির প্রেস অফিস।

অন্যদিকে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের ৩৮০ জন নাগরিকের প্রাণহানির খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলের হামলায় শনিবার থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত ২২০০ ফিলিস্তিনি আহত হয়েছেন।

আরও পড়ুন>> ৬ দিনে রেমিট্যান্স এসেছে ৩৫৬০ কোটি টাকা

ইসরায়েল সরকারের প্রেস অফিস এক ফেসবুক পোস্টে জানিয়েছে তাদের একশো জন নাগরিককে অপহরণ করেছে হামাস।

রোববার সন্ধ্যায় ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সামরিক পদক্ষেপ গ্রহণের অনুমোদন দিয়েছে, যাতে দেশটি সর্বাত্মক যুদ্ধে যেতে পারবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে।

ইসরায়েলে লাগাতার হামলায় গাজার ৮০ শতাংশ বাসভবনের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। গাজার পূর্বাঞ্চলে বসবাসকারী ফিলিস্তিনিদের ফোনে ইসরাইলি কর্তৃপক্ষ মেসেজ দিয়ে এলাকা ছাড়ার নির্দেশনা দিয়েছে। তাদেরকে গাজার মধ্যবাগে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে ইসরায়েলকে ‘অতিরিক্ত সহায়তার’ ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানান, ইসরায়েলের অনুরোধের পরিপ্রেক্ষিতে ‘দ্রুতই এই সহায়তা’ দেয়া হবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআরএনএ’র বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়েহ এবং ইসলামিক জিহাদ মুভমেন্টের সেক্রেটারি জেনারেল জিয়াদ আল নাকখালাহের সঙ্গে ফোনে কথা বলেছেন।

শনিবার ভোরে গাজা থেকে হামাসের নজিরবিহীন হামলার প্রতিশোধ নিতে ওই দিনই প্রবল আক্রমণ শুরু করে ইসরায়েল। গাজার চিত্র পুরোপুরি পাল্টে দেয়ার হুঙ্কার দিয়েছেন ইসরায়েলেরপ্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ত।

এদিকে ইসরায়েলের হামলা চালানো শতাধিক ফিলিস্তিনি বন্দুকধারীকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। আরো বেশ কয়েকজনকে বন্দি করার কথাও তারা জানিয়েছে।

শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস হঠাৎ করেই ইসরায়েলে এ বছরের সবচেয়ে বড় হামলা চালিয়েছে। রোববার ইসরায়েলে অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননভিত্তিক শিয়াপন্থি সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

ইরান সরকারের পাশপাশি হিজবুল্লাহও ফিলিস্তিনি যোদ্ধাদের অভিনন্দন জানিয়েছে এবং ফিলিস্তিন ও জেরুজালেমের মুক্তি না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি যোদ্ধাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us