খুলনা ও রাজশাহী বিভাগে মৃত্যু ৪০, ফরিদপুরে ৬

বিশেষ প্রতিনিধি

চব্বিশ ঘণ্টায় খুলনা বিভাগে রেকর্ড ৩০ জনসহ কয়েক জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে খুলনায় ১১, রাজশাহীতে ১০, সাতক্ষীরায় ৯, কুষ্টিয়ায় ৮, ফরিদপুরে ৬ ও যশোরের দুইজন মারা গেছেন।

এদিকে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায়, খুলনা জেলায় ২২শে জুন থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া, সংক্রমণ রোধে বিভিন্ন জেলায় এলাকাভিত্তিক লকডাউন ও বিধিনিষেধ দেয়া হলও কোনো কাজ হচ্ছে না। সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকলেও স্থানীয়রা স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই চলেছেন।

খুলনায় ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মারা গেছেন ১১ জন। এদের মধ্যে করোনায় আক্রান্ত জন। বাকি ৩ জনের করোনা উপসর্গ ছিল। একদিনে ৩শ ৮৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৪৯ জনের। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৫ শতাংশে।

সাতক্ষীরায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন আক্রান্ত এবং ৮ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। জেলায় আক্রান্তের হার ৬১ ভাগ। এদিকে, সাতক্ষীরায় তৃতীয় দফার লকডাউন শুরু হয়েছে। কুষ্টিয়া একদিনে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে।

জেলায় করোনা শনাক্ত হয়েছে ১১২জনের। জেলায় শনাক্তের হার ৩২ শতাংশ।২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ১০জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৫ জন আর চাঁপাইনবাবগঞ্জের ৫ জন। শনাক্তের হার ৩০ দশমিক পাঁচ শতাংশ।

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে ছয়জনের মৃত্যু হয়েছে। জেলায় আক্রান্তের হার ২১ দশমিক ১৫ শতাংশ। করোনা সংক্রমণ রোধে ১৩টি জেলায় এলাকাভিত্তিক লকডাউন ও বিধিনিষেধ চলছে। কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না।

ই বাংলা/ আই/ ১৯ জুন, ২০২১

Contact Us