রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার মো. আশরাফুল আলম বাচ্চুর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে এলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ সত্যতা নিশ্চিত করেন। জামালপুর সদর উপজেলার ছোট গুজিয়াপাড়া গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে আশরাফুল। বর্তমানে মিরপুরের শেওড়াপাড়ায় থাকতেন।
মৃতের খালু রেজাউল মাসুম বলেন, আশরাফুল তার পরিবার স্ত্রী তিন কন্যাকে নিয়ে গ্রামের বাড়িতে গিয়ে ছিলেন, সেখানে তাদের রেখে, (স্ত্রীর বড় বোনের মেয়ে) ভাগ্নিকে নিয়ে ঢাকা খিলগাঁওয়ে আমার বাসায় আসছিল। এখানে ভাগ্নিকে রেখে যাওয়ার কথা ছিল। আগামী ১০ নভেম্বর জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভাগ্নির পরীক্ষা রয়েছে।
তিনি বলেন, খিলগাঁও রেলগেট এলাকায় কমগতি থাকা অবস্থায় ট্রেন থেকে দুজনেই নেমে রেল লাইন দিয়ে যাচ্ছিলেন, সামনে দিকে ছিলেন আশরাফুল পেছনে ভাগ্নি। লাইন পার হওয়ার সময়ে পাশের লাইন দিয়ে যাওয়া আরেকটি চলন্ত ট্রেনের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তিনি গুরুতর আহত হন। পরে সেখান থেকে হাসপাতালে নেয়া হয়।
রেলওয়ে থানার ওই কর্মকর্তা বলেন, অসাবধানতার কারনেই এ দুর্ঘটনাটি ঘটেছে। এক ট্রেন থেকে নামার পরে পাশের লাইনে আরেক ট্রেন হয়তো খেয়াল করেননি।
ইবাংলা/ নাঈম/০৭ নভেম্বর, ২০২১