ইভানার মৃত্যু: তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর

ইবাংলা ডেস্ক

  • ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবুবকর ছিদ্দিক প্রতিবেদনটি জমার নতুন তারিখ ১৫ ডিসেম্বর দিন ধার্য করেছেন।
Islami Bank

গত ১৫ সেপ্টেম্বর শাহবাগের পরীবাগে শ্বশুরবাড়ি থেকে ইংরেজি মাধ্যম স্কুল স্কলাসটিকার ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর ইভানার মরদেহ উদ্ধার করা হয়।

  • ইভানার মৃত্যুর ঘটনায় তার বাবা আমান উল্লাহ চৌধুরী ২৫ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলা করেন। মামলায় দুজনকে আসামি করা হয়।
  • তারা হলেন- ইভানার স্বামী আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মান ও ইমপালস মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মুজিবুল হক মোল্লা
one pherma

মামলার অভিযোগে আমানুল্লাহ চৌধুরী মেয়ের মৃত্যুর জন্য ইভানার স্বামীর অন্য সম্পর্কে জড়িয়ে পড়াকে দায়ী করেছেন। পাশাপাশি আত্মহত্যায় প্ররোচিত করে এমন ওষুধ দেয়ায় চিকিৎসককে আসামি করা হয়েছে।

 ইবাংলা/ এইচ/০৭ নভেম্বর, ২০২১

 

Contact Us