ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর আন্ডার পাশের উপরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে মনির (৩৫) নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের শ্যালক আলামিন (২৬) গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।

Islami Bank

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন>> দুমকিতে স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

নিহত মনির মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার ইসাপুরা মধ্যপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। সে মালয়েশিয়া প্রবাসী,গত এক সপ্তাহ আগে ছুটিতে দেশে এসেছিল।

one pherma

হাসারা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এস,আই) মোঃ জামিরল ইসলাম জানান, ওয়ারলেস মারফত দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের স্টিলের গার্ডারের সাথে ধাক্কা লেগে তার শরীর থেকে মাথা  প্রায় দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us