দুমকিতে স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

পটুয়াখালীর দুমকিতে স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে সজল হাওলাদার (২১) নামের এক বখাটে যুবককে ৬মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Islami Bank

সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারে মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামের অনিল চন্দ্র হাওলাদারের বখাটে ছেলে সজল হাওলাদারকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

আরও পড়ুন>> দেশে ৪ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ইউরোপের মতো: বাণিজ্যমন্ত্রী

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, গত সোমবার সকালে ক্লাশ শুরুর পূর্বে উপজেলার মুরাদিয়া জয়গুণনেছা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে দশম শ্রেণির জনৈক ছাত্রীকে পথ আটকে স্থানীয় বখাটে যুবক সজল হাওলাদার উত্যক্ত করছিল। সহপাঠী শিক্ষার্থীরা ঘটনাটি প্রধান শিক্ষককে জানালে তাৎক্ষণিক  পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে অভিযুক্ত ইভটিজারকে আটক করে থানায় নিয়ে যায়।

one pherma

সন্ধ্যায় নির্বাহী মেজিষ্ট্রেট ও ইউএনও’র দপ্তরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে স্বাক্ষ্যপ্রমাণে অপরাধ প্রমাণিত হলে ৬মাসের বিনাশ্রম দণ্ডাদেশ দিয়ে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোঃ আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us