আরশের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন ফারিন

শোবিজে বেশ আলোচিত নাম ফারিন খান। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায়ও আছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ফারিন অভিনিত নাটক ‘প্রাণ দিতে চাই।’ এতে তার বিপরীতে আছেন আরশ খান। গুঞ্জন রয়েছে পর্দার বাইরেও আরশের সঙ্গে প্রেমের সম্পর্ক ফারিনের। এবার বিষয়টি মুখ খুললেন তিনি।

Islami Bank

আরশের সঙ্গে প্রেমের সম্পর্ক আছে কি না, জানতে চাইলে ফারিন বলেন, ভুয়া। আমাদের এখানে পরপর একসঙ্গে জুটি বেঁধে কাজ করলে কিছুদিনের মধ্যেই তাদের প্রেমের গল্প বেরিয়ে পড়ে। সত্য-মিথ্যা কেউ যাচাই করে না। গুজব ছড়ায়।

আরও পড়ুন>> মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ২৪ অক্টোবর

one pherma

তিনি আরও বলেন, আরশ খানের সঙ্গে পরপর কয়েকটি কাজ করে যেটি আমার বেলায় হয়েছে। তবে একদিক দিয়ে এই গুজব ভালোও, দর্শক জুটির মধ্যে রসায়ন খুঁজে পান। এতে পর্দায় জুটির রসায়ন জমে। হয়তো দর্শক আমাদের জুটিকে পছন্দ করেছেন।

প্রসঙ্গত, এদিকে মুক্তির অপেক্ষায় আছে ফারিনের কয়েকটি ছবি। ‘আয়না’ ও ‘ফেসবুক’ নামের দুটি ছবির কাজ শেষ হয়েছে। তবে এখনও মুক্তির তারিখ নির্ধারণ করা হয়নি।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us