জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জর্জ মোরেরা দা সিলভা আজ শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় আসছেন। একইসঙ্গে ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (ইউএনওপিএস) এর নির্বাহী পরিচালক তিনি।
শুক্রবার (২৭ অক্টোবর) ইউএনওপিএস-এর ঢাকা অফিস এ তথ্য জানায়।
আরও পড়ুন>> গাজায় যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন
সফরসূচি অনুযায়ী, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জর্জ মোরেরা দা সিলভা দুই দিন ঢাকায় থাকবেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ ছাড়া দা সিলভা রাজধানীর মহাখালীর ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজিজেস অব দ্য চেস্ট অ্যান্ড হসপিটাল পরিদর্শন করবেন।
সফরে ইউএনওপিএস-এর নির্বাহী পরিচালক স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা করবেন বলে জানা গেছে।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.