প্রকাশ পেলো নুসরাত ফারিয়ার ‘হাবিবি’ (ভিডিও)

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া।  বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও বেশ সুনাম কুড়িয়েছেন তিনি।  অভিনয়ের পাশাপাশি গানও করেন ফারিয়া।  সম্প্রতি ‘হাবিবি’নামে এক নতুন গান রিলিজ হয়েছে তার।

Islami Bank

রোববার (৭ নভেম্বর) শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)-এর ইউটিউব চ্যানেলে সাড়ে তিন মিনিট দৈর্ঘ্যের গানের এই ভিডিওটি প্রকাশ পেয়েছে।

বাংলা গান হলেও ‘হাবিবি’-র মিউজিকে রাখা হয়েছে অ্যারাবিক ছোঁয়া।  মিউজিক ভিডিওর সাজসজ্জাতেও সেই ছাপ রয়েছে।  গানটি লিখেছেন নূর নবী।  সুর-সংগীত করেছেন আদিব কবির।  গানের ভিডিও নির্মাণ ও কোরিওগ্রাফি করেছেন ভারতের বাবা যাদব।

ব্যয়বহুল এই মিউজিক ভিডিওটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত ছিলেন নুসরাত ফারিয়া।  অনলাইন, অফলাইনে গানটির প্রচার-প্রচারণায় দারুণ সরব ছিলেন তিনি।  ডিজিটাল প্ল‌্যাটফর্মে মুক্তির পরপরই দারুণ সাড়াও মিলেছে।  ইতোমধ্যেই লাখের বেশি দর্শক গানটি দেখেছেন।

নতুন গান প্রকাশ পেলেও ফারিয়ার কিছুটা মন খারাপ।  ফারিয়ার ভাষ্য, ‘টেকনিক্যাল একটা প্রবলেম হচ্ছে।  এটা কেন হচ্ছে আমরা বুঝতে পারছি না।  কারণ অনুসন্ধানে দু-একটা মাধ্যমে কাজ করছি।  ভারত থেকে কোনো সমস্যা হচ্ছে না।  সমস্যাটা হচ্ছে বাংলাদেশে।  এ জন্য কিছুটা মন খারাপ।  দর্শকদের বলব, সমস্যাটা নিশ্চয়ই সাময়িক।  নিশ্চয়ই সমস্যাটি কাটিয়ে উঠব আমরা।’

one pherma

তিনি আরও জানান, ‘এবার আমি আসলেই রক্ত পানি করা পরিশ্রম করেছি।  আমার জীবনের এই তিন সপ্তাহ সবসময় মনে রাখব।’

উল্লেখ্য, এর আগে নুসরাত ফারিয়ার কণ্ঠে দুটি গান প্রকাশিত হয়েছে।  দুটি গানই ব্যাপক আলোচিত হয়েছে।  ২০১৮ সালে প্রথম ‘পটাকা’ শিরোনামে তার প্রথম গান নিয়ে হাজির হন।  ইউটিউবে সেই গানটির ভিউ রয়েছে প্রায় ১ কোটি।  এরপর ২০২০ সালে আসে তার দ্বিতীয় গান ‘আমি চাই থাকতে’।  এই গানের ভিউ সংখ্যাও ১ কোটি ৭০ লাখের বেশি।

ইবাংলা/এএমখান/০৮ নভেম্বর, ২০২১

Contact Us