নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, নাশকতাকারীদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে কঠিন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। জনগণের জানমাল রক্ষার জন্য আমাদের সব অফিসার বাইরে আছেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শনিবার রাতে গণমাধ্যমকে তিনি আরো বলেন, এরই মধ্যে জনগণের সহযোগিতা চেয়ে আমরা ২০ হাজার টাকা ঘোষণা করেছি। নাশকতাকারীদের ধরিয়ে দেওয়ার জন্য আমরা দুজনকে পুরস্কার দিয়েছি।

আরও পড়ুন>> সেনবাগে ১১৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

চোরাগোপ্তা হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাসে আগুন দেওয়া হচ্ছে। চোরাগোপ্তা হামলা করছে নাশকতাকারীরা। হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া আছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us