রেমিট্যান্সে সুবাতাস, ২৪ দিনে এলো ১৪৯ কোটি ডলার

দ্বিগুণ প্রণোদনা ঘোষণায় অক্টোবরের পর নভেম্বরেও রেমিট্যান্সের পালে হাওয়া লেগেছে। চলতি মাসের প্রথম ২৪ দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে (বৈধ পথে) দেশে রেমিট্যান্স পাঠিয়েছে ১৪৯ কোটি ২৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এ হিসাবে দৈনিক রেমিট্যান্স এসেছে ৬ কোটি ২২ লাখ ডলার।

Islami Bank

সোমবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছ।

আরও পড়ুন>> এইচএসসির ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু, জেনে নিন নিয়ম

one pherma

প্রতিবেদন অনুযায়ী নভেম্বর মাসে প্রতিদিন রেমিট্যান্স আসছে ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮৩৩ মর্কিন ডলার। যা আগের বছর একই সময়ে দৈনিক এসেছিল ৫ কোটি ৩১ লাখ ৭২ হাজার ৩৩৩ ডলার। চলতি বছরের অক্টোবরে প্রতিদিন এসেছিল ৬ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬৬৬ মার্কিন ডলার।

এর ম্যধ্যে নভেম্বরের প্রথম ২৪ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলার। এ ছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ১৫ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৩৪ কোটি ১৫ লাখ ৯০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৫ লাখ ৫০ হাজার ডলার।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us