৩ শিক্ষার্থী কোমল পানীয় পান করে অজ্ঞান, আটক ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তিন শিক্ষার্থী কোমল পানীয় পান করে অজ্ঞান হয়েছে। তারা সবাই খিলগাঁও মডেল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।এ ঘটনায় আশিক (১৫) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

Islami Bank

শিক্ষার্থীরা হলো- রাকিব (১২), সোলায়মান (১৩) ও শাহিন (১১)।

সোমবার (৮ নভেম্বর) বিকাল পৌনে ৪টায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয় ও তাদের পাকস্থলী ওয়াশ করা হয়।

one pherma

উদ্ধার করে নিয়ে আসা খিলগাঁও মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রাসেল গণমাধ্যমকে জানান, আমরা খবর পেয়ে তিন শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পাকস্থলী ওয়াশের পর তাদেরকে ২০৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় আশিক নামে এক কিশোরকে আটক করেছি। সে স্পিড ক্যানের সঙ্গে কিছু মিশিয়ে দেওয়ায় শিক্ষার্থীরা অজ্ঞান হয়েছে বলে প্রাথমিকভাবে অভিযোগ পাওয়া গেছে।

 ইবাংলা/নাঈম/০৮নভেম্বর, ২০২১

Contact Us