সমুদ্রের হাঁটুপানিতে দাঁড়িয়ে ভাষণ

ইবাংলা ডেস্ক 

বিশ্ব জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে।  এতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র টুভ্যালু। আর তাই এর গুরুত্ব বোঝাতে  দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোফে এক ভিন্ন পথ অবলম্বন করেছেন। তিনি  সমুদ্রপৃষ্ঠের হাঁটু পর্যন্ত পানিতে দাঁড়িয়ে বক্তব্য দেন। যা রীতিমতো ভাইরাল হয়।

Islami Bank

জলবায়ু পরিবর্তনজনিত পরিবেশ বিপর্যয় রুখতে তার চেষ্টার এই ভিডিও বার্তাটি গ্লাসগোতে চলমান জলবায়ু সম্মেলনে পাঠানো হয়েছে।

সোমবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভিডিওটি মঙ্গলবার জলবায়ু সম্মেলনে প্রচারিত হওয়ার কথা রয়েছে।

অবশ্য তার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সাইমন কোফের বক্তব্য দেয়ার সেই ছবি। ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রের পানিতে বসানো হয়েছে মঞ্চ। সেখানে হাঁটুপানিতে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন সাইমন, পরনে স্যুট ও টাই। প্যান্ট হাঁটুর ওপর পর্যন্ত গুটিয়ে রাখা।

one pherma

তার পেছনে জাতিসংঘ ও টুভ্যালুর পতাকা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিপরীতে টুভালুর সংগ্রামের কথা সবাইকে জানাতে এমন পদক্ষেপ নেন সাইমন।

নিজ বক্তব্যে টুভ্যালুর পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে টুভ্যালু কী পরিমাণ বিপদ ও ঝুঁকিতে আছে, কপ ২৬ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোকে তা জানানোর জন্যই আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি। আমরা আশা করছি, জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় রোধে সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো কার্যকর পদক্ষেপ নেবে।’

টুভ্যালুর এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, রাজধানী ফুনাফুতির ছোট্ট দ্বীপ ফনগাফালের শেষ প্রান্তে ভিডিওটি ধারণ করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল টিভিবিসি।

 ইবাংলা/এএমখান/নাঈম/০৮নভেম্বর, ২০২১

Contact Us