শেষ উইলিয়ামসনের পাকিস্তান সিরিজ

ইবাংলা ডেস্ক

দীর্ঘ ১৩ মাস পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরেছিলেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন। তবে মাঠে স্থায়ী হতে পারলেন না দুই ম্যাচও।

Islami Bank

আবারও ইনজুরির কবলে পড়েছেন তিনিপাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পায়ে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন উইলিয়ামসন।

আরও পড়ুন…ঘন কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থেমে যানজট

প্রাথমিক চিকিৎসাও নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে জানা যায়, হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে তার। হ্যামস্ট্রিংয়ের চোটে পাকিস্তান সিরিজের বাকি তিন টি-টোয়েন্টিতে খেলা হচ্ছে না তার। সোমবার (১৫ জানুয়ারি) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন কিউই কোচ গ্যারি স্টিভ।

ইনজুরি কাটিয়ে এই সিরিজ দিয়েই ফেরার কথা ছিল উইলিয়ামসনের। প্রথম দুই ম্যাচে রানের দেখাও পেয়েছেন এই ডানহাতি ব্যাটার।

প্রথম ম্যাচে ৪২ বলে ৫৭ রান করার পর দ্বিতীয় ম্যাচে ১৫ বলে ২৬ রান করেন তিনি। ব্যাটিংয়ে থাকা অবস্থায় চোট পান উইলিয়ামসন। তিনি মাঠ ছাড়লে কিউইদের নেতৃত্ব দেন টিম সাউদি।

আরও পড়ুন…গাজা যুদ্ধের ১০০ দিন

one pherma

মূলত আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে তাকে পাওয়ার জন্যই কোনো ঝুঁকি নিতে চান না বলে জানিয়েছেন গ্যারি স্টিড। তিনি বলেন, কয়েকদিন পরেই টেস্ট ম্যাচ রয়েছে। টেস্ট আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা তাকে (উইলিয়ামসন) টেস্টে পাওয়ার চেষ্টা করবো।

এর আগে গত আইপিএলে প্রথম ম্যাচে পাওয়া চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন উইলিয়ামসন। অক্টোবরে বিশ্বকাপ দিয়ে মাঠে ফিরলেও আবার চলে যেতে হয়েছিল বাইরে।

বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে মাঠে ফেরার ম্যাচে চোট পেয়েছিলেন উইলিয়ামসন। এরপর আবার মাঠে ফিরেছিলেন ভারতের বিপক্ষে সেমিফাইনাল দিয়ে। সেই ম্যাচ হেরে বিশ্বকাপের ফাইনালে ওঠা হয়নি কিউইদের।

আরও পড়ুন…৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল শিশু আয়ানের পরিবারকে

বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলেছেন উইলিয়ামসন। কিন্তু দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ছিলেন বিশ্রামে। বিশ্রাম কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই মাঠে ফেরা উইলিয়ামসন আবার পড়লেন চোটে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us