কারাগারে বিএনপি নেতার মৃত্যু, অবহেলার অভিযোগ

রংপুরের গঙ্গাচড়ার লক্ষীটারি মহিপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলাম (৩৫) অসুস্থ হয়ে কারাগারে মারা গেছেন। কারা কর্তৃপক্ষের অবহেলা এবং সুচিকিৎসার অভাবেই তার অকাল মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

Islami Bank

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রংপুর কারাগারে অসুস্থ হয়ে মারা যান বিএনপি নেতা মনোয়ারুল ইসলাম।

আরও পড়ুন>> গলাচিপায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

এ বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বর্তমান দখলদার ও জুলুমবাজ সরকারের নিরবচ্ছিন্ন জুলুম-নির্যাতনে গ্রেপ্তারকৃত বিএনপি নেতাকর্মীরা বিনা চিকিৎসায় একের পর এক কারাগারে মৃত্যুবরণ করছেন। তারই ধারাবাহিকতায় কারাগারে মৃত্যু হলো মনোয়ারুল ইসলামের। এটি সরকারি অত্যাচারের আরও একটি মনুষ্যত্বহীন দৃষ্টান্ত।

one pherma

তিনি বলেন, কারাগারে বিএনপি নেতাকর্মীদের মৃত্যুর হিড়িক চলছে। সরকারি নির্যাতন ও কারাকর্তৃপক্ষের অবহেলার কারণে কারাগারে বিএনপির অসুস্থ নেতাকর্মীরা অহরহ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। বিএনপিকে নিশ্চিহ্ন করার এটি একটি নতুন অধ্যায়, যা জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

রিজভী বলেন, বর্তমান সরকারই চিকিৎসা না পেয়ে কারাগারে বিএনপি নেতাকর্মীদের মৃত্যুর জন্য দায়ী।

এসময় মনোয়ারুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us