সাম্প্রদা‌য়িকতার বিষ বৃক্ষ সমূ‌লে উৎপাটন কর‌বে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দে‌শে ‌বিএন‌পির গড়া সাম্প্রদা‌য়িকতার বিষ বৃক্ষ সমূ‌লে উৎপাটন কর‌বে আওয়ামী লীগ। সাম্প্রদায়িক শক্তির মুলোৎপাটনই একুশে ফেব্রুয়ারির শপথ।

Islami Bank

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন>> আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

one pherma

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছিল। একুশে ফেব্রুয়ারি হচ্ছে স্বাধীন বাংলাদেশের ভিত্তি। পরে স্বাধিকার সংগ্রামে বিভিন্ন মাইলফলক অতিক্রম করে একাত্তরের স্বত্ব জাতীয়তাবাদের দিকনির্দেশনা আসে বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে। আমরা প্রথমে ভাষা যোদ্ধা। অতঃপর একাত্তরে আমরা বীর মুক্তিযোদ্ধা।

তিনি বলেন, আমরা প্রথমে ভাষা যোদ্ধা। অতপর একাত্তরে আমরা বীর মুক্তিযোদ্ধা।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us