বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে, উদ্ধার কাজ চলছে

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের তিন ঘন্টার চেষ্টায় পর আগুন নিয়ন্ত্রণে আসে।

Islami Bank

দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার পরে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। অগ্নিকাণ্ডের শিকার স্থাপনাটি কাচ্চি ভাই নামক একটি রেস্তোরাঁর।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, তারা রাত ৯টা ৫০ মিনিটে আগুনের খবর পান।

আরও পড়ুন>> বেইলি রোডে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

ঘটনাস্থলে পৌঁছতে তাদের সময় লাগে ৬ মিনিট। পৌঁছেই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দমকল বাহিনী। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় একেএকে ইউনিট সংখ্যা বাড়ানো হয়।

মোট ১৩টি ইউনিট সবশেষ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটিতে আটকে পড়াদের উদ্ধার করেন। নারীসহ মোট ৬৫ জনকে জীবিত উদ্ধারের তথ্য জানানো হয়েছে। তাদেরকে বিশেষ কায়দায় নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

one pherma

অগ্লিকাণ্ডের সময় ভবনটিতে আটকে পড়াদের অনেকেই আহত হয়েছেন। উদ্ধারের পর তাদেরকে আশপাশের হাসপাতালগুলো নিয়ে যাওয়া হয়।

তবে গুরুতর আহত বা নিহতের কোনো তথ্য এখনো জানায়নি ফায়ার সার্ভিস।

এদিকে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন পুলিশ সদস্যরাও। একই সঙ্গে উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বিধানের কাজটিও করেছে দেশের সর্বোবৃহৎ বাহিনীর সদস্যরা।

আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান।

ফায়ার সার্ভিস ও পুলিশের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে তিন প্লাটুন সাধারণ আনসার ও এক প্লাটুন আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) সদস্য।

ঘটনাস্থল পরিদর্শন করে নানা দিকনির্দেশনা দিয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us