বেইলি রোডে আগুন, উদ্ধার কাজে যোগ দিয়েছে বিজিবি

রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় উদ্ধার কাজে সহায়তার জন্য় বিজিবি যোগ দিয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Islami Bank

আগুন লাগার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছেন এলাকার সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আরও পড়ুন>> বেইলি রোডে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

দেখা যায়, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিম নিজে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন। ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্টদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

one pherma

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। পাশাপাশি অংশ নিয়েছে আনসার, পুলিশ ও র‌্যাব সদস্যরা।

রাত সাড়ে ১২টা পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। এদের মধ্যে ১৫ জন নারীও রয়েছেন। পাশাপাশি আহত ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us