একসময় দিলীপ কুমার এবং রাজ কুমারের মতো সুপারস্টারদের সঙ্গে ব্লকবাস্টার চলচ্চিত্র সওদাগর ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন মনীষা। খুব তাড়াতাড়িই যেন বি-টাউনে খ্যাতি ছড়িয়ে পড়েছিল মনীষার।
বলিউডে ক্যানসার জয়ী অভিনেত্রীদের মধ্যে অন্যতম মনীষা কৈরালা।এক সময় মারাত্মক ধূমপানে আসক্ত ছিলেন তিনি। আক্রান্ত হয়েছিলেন ওভারির ক্যানসারে। মারণ রোগের বিরুদ্ধে জয়ও হাসিল করেছেন অভিনেত্রী।
সারা শরীর বিভিন্ন নলে জড়ানো, চোখ বন্ধ। কিন্তু অভিনেত্রীর হাতের মু্দ্রা বলছে, ‘সব ঠিক আছে’। হাসিমুখে রোগকে জয় করেছিলেন তিনি।
- রোববার (৭ নভেম্বর) জাতীয় ক্যানসার সচেতনতা দিবসে সেই কঠিন দিনগুলির স্মৃতিচারণে মনীষা। ছবি পোস্ট করলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
চারটি ছবির মধ্যে প্রত্যেকটিতেই মনীষার মুখে হাসি। কিন্তু শরীরের বিভিন্ন চিহ্ন বলছে, তিনি ক্যানসারে আক্রান্ত। কোনোটায় তার মাথায় চুল নেই, কোনোটায় আবার তিনি হাসপাতালের শুয়ে। ২০১২ সালের পর থেকে তার জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি তুলে ধরেছেন মনীষা।
- ছবি পোস্ট করে বলিউডের এই অভিনেত্রী লিখলেন, ‘সেই সব মানুষকে সাফল্যের জন্য শুভেচ্ছা জানাই, যারা ক্যানসারের মতো রোগের সঙ্গে সময় কাটাচ্ছেন এখন। ভালোবাসা পাঠালাম সবাইকে। আমি জানি, এই যাত্রা বড্ড কঠিন, কিন্তু আপনি তার থেকেও কঠিন, শক্তিশালী।’
লেখার শেষে মনীষা শ্রদ্ধা জানালেন তাদের প্রতি যারা এই রোগের সঙ্গে লড়াইয়ে জিততে পারেননি। যারা জিততে পেরেছেন তাদের সঙ্গে এই দিনটিকে উদযাপন করতে চান বলেও জানালেন মনীষা। সচেতনতা বাড়ানোর আর্জিও জানালেন তিনি।
২০১২ সালে ওভারিতে ক্যানসার ধরা পড়েছিল মনীষার। ২০১৫ সালে তিনি সুস্থ হয়ে ওঠেন। চিকিৎসার জন্য ৬ মাস আমেরিকায় থাকতে হয়েছিল তাকে।
ইবাংলা/ এইচ/ ৯ নভেম্বর, ২০২১