কমলাপুর রেলস্টেশনে ‘কন্ট্রোল রুম’ চালু করলো র‍্যাব

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নিরাপত্তায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে কন্ট্রোল রুম চালু করেছে র‌্যাব। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু করে র‌্যাব-৩।

Islami Bank

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, কমলাপুর রেলস্টেশনে স্থাপন করা কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে। এখান থেকে সাধারণ যাত্রীরা সবধরনের সেবা নিতে পারবেন। বিশেষ করে যে কোনো আইনগত সহায়তা ছাড়াও জাল টাকা শনাক্তকরণ, সন্দেহভাজন ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র যাচাই করে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন>> দেশে সাড়ে চার বছরে গণপিটুনিতে মৃত্যু ২২৪

one pherma

এছাড়া বয়োজ্যেষ্ঠ, শারীরিক প্রতিবন্ধী, অসুস্থ ব্যক্তি সহায়তা চাইলে তাদের সহায়তা করবে র‌্যাব সদস্যরা। এছাড়া ঘরমুখো যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতিতে দ্রুত যাত্রীদের সহায়তা করা হবে। এছাড়াও যেকোনো প্রয়োজনে র‌্যাবের হটলাইন নম্বরে কল করে সেবা নেয়া যাবে।

হটলাইন নম্বর- ০১৭৭৭-৭১০৩৯৯।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us