নোয়াখালীতে চার কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার মো.বেলাল হোসেন ওরফে লাল বেলাল (৪৮) উপজেলার বরেকোট গ্রামের আব্দুল হক চেয়ারম্যান বাড়ির আব্দুল জব্বারের ছেলে।বুধবার (৩ মার্চ) উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Islami Bank

আরও পড়ুন…এবার ঈদেও এক গুচ্ছ গান নিয়ে আসছেন ড. মাহফুজুর রহমান

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে আশপাশের এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করে আসতে ছিল। সে এলাকায় চিহ্নিত মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

one pherma

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজিম উদ্দিন বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us