রাফাহর দুটি এলাকায় ইসরায়েলি হামলা

ইসরায়েলি যুদ্ধবিমান রাফাহর পূর্বাঞ্চলে দুটি এলাকায় হামলা করেছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনি শহরটি সম্ভাব্য স্থল আক্রমণের আগে খালি করার নির্দেশ দিয়েছিল। এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

Islami Bank

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র আহমেদ রিদওয়ান এএফপিকে বলেছেন, ‘ইসরায়েলি দখলদারির লক্ষ্যবস্তু গাজা আন্তর্জাতিক বিমানবন্দরের ঘেরের কাছাকাছি, আল-শুকা এলাকা, আবু হালাওয়া এলাকা, সালাহউদ্দিন রাস্তার এলাকা এবং সালামের আশপাশের এলাকা এ হামলা চালিয়েছে দখলদার বাহিনী।

গণমাধ্যমটি বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনী এ হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে এর আগে রবিবার আল-শুকা ও আল-সালামের বাসিন্দাদের সরিয়ে নিয়ে মানবিক এলাকায় চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

one pherma

অন্যদিকে রেড ক্রিসেন্ট সোসাইটির জরুরি কার্যক্রম বিভাগের ওসামা আল-কাহলুত এএফপিকে জানান, বোমা হামলাটি রাফাহ শহরের পূর্বাঞ্চলকে লক্ষ্য করে হয়েছে।

তিনি বলেন, ‘এটি পরিষ্কার, এটি (যুদ্ধবিমান) বাড়িঘরকে লক্ষ্যবস্তু করছে। তবে আমরা লক্ষ্যবস্তু এলাকায় ক্ষতিগ্রস্তদের উপস্থিতি সম্পর্কে কোনো খবর বা তথ্য পাইনি।’
রাফাহর পূর্বাঞ্চলের বাসিন্দা ইয়াকুব আল-শেখ সালামা (৩০) জানান, আল-সালাম, আল-শুকা ও অন্যান্য এলাকায় বোমা হামলাটি তীব্র ছিল। তিনি এএফপিকে বলেন, ‘এখানে ব্যাপক বিস্ফোরণ হচ্ছে এবং আকাশ ও কামান থেকে বোমা হামলার ভয়ংকর শব্দ শোনা যাচ্ছে।

ইবাংলা/ এ বা

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us