পুড়ে ছাই কোরবানির গরু

মাদারীপুরের শিবচর উপজেলায় আগুনে পুড়ে মারা গেছে ঈদের জন্য প্রস্তুত করা ১৩টি গরু। একইসঙ্গে গরুর খামারের পার্শ্ববর্তী একটি খামারের সাড়ে ৩ হাজার মুরগিও পুড়ে মারা গেছে।বুধবার (১২ জুন) ভোরে উপজেলার উমেদপুরের মিলন মুন্সির গরুর খামারে এ আগুনের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচরের উমেদপুর ইউনিয়নের কালিখোলা বাজার এলাকায় মিলন মুন্সির গরুর খামারে রাত সাড়ে ৩টার দিকে স্থানীয়রা আগুন জ্বলতে দেখেন।

এ সময় ওই খামারে ১৪টি গরু বাঁধা ছিল।রশি ছিঁড়ে একটি গরু ছুটে বের হয়ে গেলেও আগুন নেভানোর আগেই অন্য ১৩টি গরু পুড়ে মারা যায়।এ ছাড়াও পার্শ্ববর্তী খামারে থাকা সাড়ে ৩ হাজার মুরগি আগুনো পুড়ে মরা যায়।

ক্ষতিগ্রস্ত খামার মালিক মিলন মুন্সি বলেন, এ বছর কোরবানির ঈদের জন্য বিক্রি করতে এই গরুগুলো প্রস্তুত করা হয়েছিল। বুধবার বিভিন্ন হাটে গরুগুলোকে বিক্রির জন্য নেওয়ার কথা ছিল। কিন্তু রাতেই আগুনে খামারের ১৩টি গরু ও।

পাশে রাখা মুরগির খামারের সাড়ে তিন হাজার মুরগি পুড়ে মারা গেছে। এতে আমার ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদার গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ইবাংলা/বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us