সরকারি ফি দিয়ে গাজীপুরে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

ছুটির দিন সকালে গাজীপুর গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে হাসপাতালের কাউন্টারে নির্ধরিত ফি প্রদান করছেন প্রধানমন্ত্রী।

Islami Bank

শুক্রবার (১৪ জুন) সকালে কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ পরিদর্শন করেন তিনি।

এসময় হাসপাতাল কাউন্টারে নির্ধারিত ফি দিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান তিনি। পরে হাসপাতাল পরিচালনা বোর্ডের সদস্য, চিকিৎসক এবং নার্সদের সঙ্গে কথা বলেন।

উল্লেখ্য, সময় পেলেই সরকারি হাসপাতালে গিয়ে স্বাস্থ্যসেবা নেয়ার চর্চা প্রায় নিয়মিতই করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেও ১০ টাকার টিকিটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

one pherma

এর আগে, গেল ৩ মে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীদের মতো ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করিয়েছিলেন বঙ্গবন্ধুকন্যা।

সরকারপ্রধান হয়েও ছুটির দিন সাধারণ মানুষের মতো সেবা গ্রহণের এই সংস্কৃতি; ইতিবাচক সাড়া ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। অনেককেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us