সফররত আইএমএফের আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে’র সঙ্গে বৈঠকের পরবুধবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এ কথা জানান তিনি।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন: অর্থনৈতিক ক্ষেত্রে নানা সংস্কারের জন্য অর্থ প্রয়োজন। বৈঠকে বিষয়টি আইএমএফ মিশনকে জানানো হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে কী কী সংস্কার করেছে, তা তাদের জানানো হয়েছে। এক্ষেত্রে আইএমএফ এর আর্থিকসহ কারিগরি সহায়তা দরকার।
আরও পড়ুন…সাজেকে ৩ দিনের পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ
তিনি আরও বলেন: সরকার চায় নিজস্ব রিসোর্স ব্যবহার করে অর্থনৈতিক খাতে এগিয়ে যেতে। তবে, আইএমএফ বড় উন্নয়ন সহযোগী সংস্থা বাংলাদেশের। তাই তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সরকার।
অর্থ উপদেষ্টা জানান: এ বিষয়ে বিশ্ব ব্যাংকসহ অন্য দাতা সংস্থাগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তার বিষয়ে কাজ করছে দাতা সংস্থাগুলো। অক্টোবরে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের বৈঠকে এ বিষয়ে মূল আলোচনা হবে বলেও জানান উপদেষ্টা।
এর আগে সকালে আইএমএফের আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে’সহ নয় সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করেন।
ইবাংলা/রাজিব
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.