যুক্তরাষ্ট্রে ‘হেলেনের’ তাণ্ডব

ইবাংলা ডেস্ক নিউজ

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে প্রাণহানি আরও বেড়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার আঘাত হানা এই ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৯৫ জনে। দক্ষিণ-পূর্বাঞ্চলের ১০টি অঙ্গরাজ্যে প্রায় আড়াই কোটি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। বন্যাকবলিত অঞ্চলে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। নর্থ ক্যারোলিনার একটি কাউন্টিতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে সিএনএন জানিয়েছে।

Islami Bank

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৪ ক্যাটাগরির এই শক্তিশালী ঘূর্ণিঝড়টি উপকূলীয় অঞ্চলে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ফ্লোরিডার টাম্পা, ন্যাপলস ও সেন্ট পিটার্সবার্গ এলাকায় বহু নৌযান উল্টে গেছে, রাস্তায় গাছ উপড়ে পড়েছে এবং যানবাহন পানিতে আটকা পড়েছে। কিছু এলাকায় রাস্তাঘাট তলিয়ে গেছে।

মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্যমতে, শুক্রবার ভোরে ঝড়টি জর্জিয়ার দিকে অগ্রসর হওয়ার সময় দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয় এবং পরে বিকেলে গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপে রূপ নেয়, যার বাতাসের গতি ছিল ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। এরপর এটি টেনেসি ও কেন্টাকি রাজ্যের ওপর দিয়ে ধীরে অগ্রসর হয়।

one pherma

উল্লেখ্য, ফ্লোরিডায় আঘাত হানার সময় হেলেনের বাতাসের গতি ছিল ঘণ্টায় ২২৫ কিলোমিটার। জর্জিয়া অতিক্রম করার সময় ঝড়টি দুর্বল হয়ে পড়ে। মার্কিন আবহাওয়া দফতর জানিয়েছে, ১ তারিখের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে।

ইবাংলা/রাজিব

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us