চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে বিশ্বমানের অ্যাক্রেডিটেশন নিশ্চিতের দাবি

ইবাংলা প্রতিবেদক

বাংলাদেশের চিকিৎসা শিক্ষাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বিশ্বমানের অ্যাক্রেডিটেশন নিশ্চিত করার দাবি জানিয়েছেন দেশের বেসরকারি চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোক্তারা।

আরও পড়ুন...
Islami Bank

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি বেসরকারি হোটেলে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাক্রেডিটেশন ফর মেডিকেল এডুকেশন’ শীর্ষক উদ্বোধনী সেমিনারে তারা এ দাবি উত্থাপন করেন।

সেমিনারে ২০১০ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশন (ডব্লিউএফএমই) এবং যুক্তরাষ্ট্রভিত্তিক বিদেশি মেডিকেল গ্র্যাজুয়েটসের জন্য শিক্ষা কমিশন (ইসিএফএমজি) দ্বারা প্রবর্তিত অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি এর প্রাসঙ্গিক মানদণ্ড এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশের অ্যাক্রেডিটেশন পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

one pherma

দুই দিনব্যাপী এ সম্মেলনে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা থেকে প্রায় ৪৫০ জন চিকিৎসা শিক্ষা খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রিকার্ডো বলেন, বিশ্বব্যাপী চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে ডব্লিউএফএমই প্রবর্তিত মানদণ্ড অনুসরণ করা অপরিহার্য। প্রতিটি দেশকে বেসিক চিকিৎসা শিক্ষার অ্যাক্রেডিটেশন নিশ্চিত করার দিকে গুরুত্ব দিতে হবে।

ইবাংলা/রাজিব

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us