উপদেষ্টাদের আয়-সম্পদ বিবরণী জমা বাধ্যতামূলক, স্বামী-স্ত্রীর আয়ও অন্তর্ভুক্ত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। যদি তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকে, সেই বিবরণীও জমা দিতে হবে।

Islami Bank

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪’ জারি করা হয়েছে। নীতিমালায় উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিরা যারা সরকার বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত আছেন, তারা প্রতিবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের ১৫ কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন।

one pherma

তাদের স্ত্রী বা স্বামীর আলাদা আয় থাকলে সেই আয় ও সম্পদ সম্পর্কিত বিবরণীও একইসঙ্গে জমা দিতে হবে। এ জন্য একটি নির্দিষ্ট ছকও প্রদান করা হয়েছে, যা অনুযায়ী বিবরণী জমা দিতে হবে।

অন্যদিকে, দেশের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশনা ছিল আগেই। তবে, এ বছর তা ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। নির্ধারিত ফরমে নিজ নিজ মন্ত্রণালয় বা দফতরে এ বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us