তোপের মুখে দুই ছাত্রলীগ নেতা, পুলিশে সোপর্দ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েছেন ছাত্রলীগের দুই নেতা। বুধবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে রবীন্দ্র নজরুল কলা ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরবর্তীতে শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা তাদেরকে পুলিশে সোপর্দ করেন।

সম্পর্কিত খবর
Islami Bank

আটক হওয়া দুই নেতা হলেন- ইবি ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শাহিনুর পাশা এবং নাট্য ও বিতর্ক সম্পাদক আল আমিন। তারা উভয়েই বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ঘটনার সূত্রপাত ঘটে যখন ওই দিন আরবি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছিল। তাদের পরীক্ষা দিতে আসার খবর পেয়ে শিক্ষার্থীরা বিভাগটির সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের গাড়িতে করে বের করে দেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা বাধা দেন। এরপর শিক্ষক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা দুই নেতাকে নিজেদের হেফাজতে নেন। বিকেল ৩টার দিকে প্রক্টরের উপস্থিতিতে তাদের ইবি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে দুই ছাত্রলীগ নেতা বলেন, “আজ সেমিস্টারের সর্বশেষ পরীক্ষা ছিল, না দিলে আমাদের ক্ষতি হতো। ভুল করেছি বিভাগের শিক্ষকদের না জানিয়ে আসার জন্য। তবে আমাদের পরীক্ষা সম্পন্ন হয়েছে।”

one pherma

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহিনুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং মব জাস্টিস ঠেকানোর ওপর জোর দিয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের সহযোগিতায় দুই নেতাকে নিরাপদে থানায় সোপর্দ করা হয়েছে।”

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান জানান, “ওই দুই নেতা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে না জানিয়ে পরীক্ষা দিতে এসেছিল। পরে প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা তাদের থানায় হস্তান্তর করেন।” বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন।

ইবাংলা/রাজিব

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us