জাতিসংঘের মহাসচিবকে অবাঞ্চিত ঘোষণা করলো ইসরায়েল

ইবাংলা ডেস্ক নিউজ

ইসরায়েল জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বুধবার (২ অক্টোবর) এ ঘোষণা দেন, কারণ গুতেরেস ইরানের মিসাইল হামলার পর্যাপ্ত নিন্দা করেননি।

সম্পর্কিত খবর

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

Islami Bank

পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, “মঙ্গলবার ইরান ইসরায়েলে হামলা চালানোর পর জাতিসংঘের মহাসচিব সেই হামলার যথাযথ নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন। এ কারণে তাকে ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।” কাৎজ আরও অভিযোগ করেন যে, গুতেরেস “ইসরায়েল বিদ্বেষী” এবং “সন্ত্রাসী, ধর্ষক ও হত্যাকারীদের সমর্থনকারী।” তার দাবি, গুতেরেসকে জাতিসংঘের ইতিহাসে কলঙ্ক হিসেবে মনে রাখা হবে।

তবে, মঙ্গলবার রাতেই ইরান ইসরায়েলে হামলা চালানোর পর তাৎক্ষণিকভাবে গুতেরেস এর নিন্দা জানান এবং যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেন।

one pherma

গতকাল রাতে ইরান থেকে ইসরায়েলের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরান নেভাতিম বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে, যেখানে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

অপর মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের মতে, ইসরায়েল ইরানের এই হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের এক কর্মকর্তা জানান, তারা ইরানের তেল উৎপাদন কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলার পরিকল্পনা করছে।

ইবাংলা/রাজিব

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us