‘এবার, অবশ্যই ন্যায়বিচার হতে হবে : ভলকার তুর্ক

নিজস্ব প্রতিবেকদ

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, গত কয়েক দশকে ক্ষমতার অপব্যবহার রোধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিকল্পিত সংস্কার অবশ্যই টেকসই হতে হবে।

তিনি বাংলাদেশে তার দুই দিনের সরকারি সফর শেষ করার পর বুধবার (৩০ অক্টোবর) বিকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘এবার, অবশ্যই ন্যায়বিচার হতে হবে। সংস্কার অবশ্যই টেকসই ও স্থায়ী হতে হবে, যাতে গত কয়েক দশকের নিবর্তনমূলক অনুশীলনের পুনরাবৃত্তি না ঘটে।’

তুর্ক মৌলিক পরিবর্তনের জন্য দেশের বর্তমান সুযোগের কথা তুলে ধরে বলেন, এ ধরনের পরিবর্তন মানবাধিকার সমুন্নত রেখে শাসন, উন্নয়ন ও অর্থনীতিতে একটি নতুন পথ রচনা করতে পারে।

তিনি বিভাজন, বৈষম্য ও দায়মুক্তি অবসানের লক্ষ্যে একটি দৃঢ় ভিত্তি স্থাপনের জন্য সাম্প্রতিক সামাজিক আন্দোলনের ফলে উদ্ভূত উচ্চ প্রত্যাশাগুলোর উল্লেখ করে বলেন, ‘বৈষম্য, প্রতিশোধ ও প্রতিহিংসার চক্র, প্রান্তিকীকরণ, দুর্নীতি ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনকে অবশ্যই অতীতে ছুঁড়ে ফেলতে হবে।’

এসব নজির ভাঙার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে হাইকমিশনার এই লক্ষ্য অর্জনে বাংলাদেশকে সহায়তা করতে তার দপ্তরের প্রতিশ্রুতি নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে বাংলাদেশকে সফল করতে জাতিসংঘের মানবাধিকার দপ্তর সবকিছু করতে প্রস্তুত রয়েছে।’ তিনি মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও জবাবদিহিতার লক্ষ্যে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্যকে স্বাগত জানান।

তুর্ক প্রধান উপদেষ্টার আইন প্রয়োগকারী সংস্থাসহ সকল প্রতিষ্ঠানে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার স্বীকৃতি এবং অর্থনৈতিক বৈষম্য নিরসনের গুরুত্ব উল্লেখ করেন।

তিনি বিচার বিভাগ, নির্বাচনী ব্যবস্থা, প্রশাসন, পুলিশ, সাংবিধানিক বিষয় ও দুর্নীতি দমন কমিশনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কারের সুপারিশ করার লক্ষ্যে দ্রুত বিভিন্ন কমিশন গঠনের প্রশংসা করেন। তিনি বলেন, স্বাস্থ্য, গণমাধ্যম, শ্রম অধিকার ও নারী বিষয়ক সমস্যা সমাধানের জন্য আরো কমিশন গঠন করা হচ্ছে বলে জানতে পেরেছি।

তিনি বলেন, ‘আজকে বেশ কয়েকজন কমিশনারের সঙ্গে আলোচনায় আমরা আস্থা-নির্মাণ, অন্তর্ভুক্তিকরণের গুরুত্ব এবং একই ধরনের সমস্যা-আক্রান্ত অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের শিক্ষা গ্রহণের বিষয় নিয়ে আলোচনা করেছি।’

তিনি বলেন, এসব সংস্কার বাংলাদেশে কয়েক দশকের তীব্র রাজনৈতিক বিভাজন কমিয়ে আনার এবং দলীয়করণের রাজনীতি পরিহারের জন্য একটি জোরালো পদক্ষেপ হতে পারে, যা দেশের গণতান্ত্রিক ভিত্তিকে দুর্বল করে দিয়েছিল।

তিনি আরো বলেন, ‘জুলাই ও আগস্টে নিহত ও গুরুতর আহত বিক্ষোভকারী এবং শিশুসহ অন্য মানুষের ওপর নৃশংস সহিংসতার বিচারের প্রয়াস অগ্রাধিকার পেতে হবে।’

আরও পড়ুন...

চলতি বছরে দুই লাখ ভিসা দেবে জার্মানি

ফলকার তুর্ক বাংলাদেশে সকল হত্যাকাণ্ডের তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে সমাবেশের ও মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনীতিতে অংশগ্রহণের অধিকার সুরক্ষার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে কোনো হত্যাকাণ্ডের তদন্ত হওয়া দরকার। আমরা হত্যাকাণ্ড ঘটতে দিতে পারি না।’

তিনি বলেন, আওয়ামী লীগের সদস্য বা সমর্থকসহ কারো বিরুদ্ধে কেবল তাদের পূর্ববর্তী রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতে ফৌজদারি মামলা দায়ের করা সমীচীন নয়।

জাতিসংঘের মানবাধিকার প্রধান সতর্ক করে বলেন, বহু সাংবাদিকের নামেসহ বেশ কিছু হত্যার অভিযোগ যথাযথ তদন্তের ভিত্তিতে না হওয়ার কারণে উদ্বেগ রয়েছে। ‘অতীতের দৃষ্টান্তের পুনরাবৃত্তি না করা গুরুত্বপূর্ণ।’

‘বিপুল সংখ্যক মিথ্যা মামলা দায়ের করার বিষয়টি মোকাবিলা করার হাতিয়ার হিসাবে অন্তর্বর্তী সরকারের একটি কমিটি গঠনকে স্বাগত জানিয়ে তুর্ক বলেন, যথাযথ প্রক্রিয়াকে অগ্রাধিকার দেওয়া দরকার।’

তুর্ক বলেন, ফৌজদারি অপরাধের বিচার করা গুরুত্বপূর্ণ। কিন্তু তাড়াঘড়ি করে যাতে অভিযোগ আনা না হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)সহ সকল পর্যায়ে যথাযথ প্রক্রিয়া ও সুবিচারের মানদণ্ড বজায় রাখা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমি অন্তর্বর্তী সরকারকে অতীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়ার সমস্যা সম্পর্কে সচেতন দেখতে পেয়েছি।’

ভবিষ্যতে মৃত্যুদণ্ডের প্রয়োগ নিয়েও জনপরিসরে আলোচনা হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমার নিজের দৃষ্টিভঙ্গি, আইন ও প্রমাণের ভিত্তিতে স্পষ্ট: মৃত্যুদণ্ডকে অতীতে ঠেলে দিতে হবে।’ তিনি বলেন, ছাত্ররা তাকে জানিয়েছেন যে তাদের উদ্বেগ শোনার জন্য দেশে কোনো প্রতিষ্ঠান না থাকায় রাস্তায় নামা ছাড়া তাদের কোনো গত্যন্তর ছিল না।

তিনি বলেন, ‘সামাজিক সংহতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা ফেরাতে সাম্প্রতিক বছরগুলোতে অব্যাহতভাবে সংকোচিত হওয়া নাগরিক পরিসর পুনর্গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য ভিন্নমতদমন করে এমন নিবর্তনমূলক আইনগুলোর পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোরও সংস্কার প্রয়োজন।

তিনি বলেন, কেবল পদ্ধতিগত পরিবর্তনই মতপ্রকাশের স্বাধীনতা, সংগঠন ও শান্তিপূর্ণ সমাবেশ এবং রাজনীতিতে অংশগ্রহণের অধিকারকে সম্মান করা নিশ্চিত করতে পারে।

ফলকার তুর্ক সাইবার নিরাপত্তা আইন বাতিল এবং ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে মতপ্রকাশের ‘অপরাধে’র পুরানো মামলা প্রত্যাহারের পদক্ষেপকে স্বাগত জানান।

হাইকমিশনার বলেন, ‘একটি অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি, যেখানে শ্রেণী, লিঙ্গ, জাতি, রাজনৈতিক মতাদর্শ, পরিচয় বা ধর্ম নির্বিশেষে প্রতিটি কণ্ঠস্বর শোনা যায় এবং মূল্যায়ন করা হয়, তা গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ, যা এই রূপান্তর সূচনাকারী আন্দোলনের আকাঙ্ক্ষা ও বৈচিত্র্যের প্রতিফলন ঘটাবে।

নারীরা জুলাই-আগস্ট মাসের বিক্ষোভসহ সামাজিক ন্যায়বিচার আন্দোলনের কেন্দ্রে ছিলেন উল্লেখ করে তিনি বলেন, নারীদের অবশ্যই এই ক্রান্তিকালে এবং এর পরেও সামনের কাতারে থাকতে হবে।

তিনি বলেন, ‘সংস্কার কাঠামোতে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু, সেইসাথে বিভিন্ন নৃগোষ্ঠীর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।’ তিনি সংখ্যালঘুদের রক্ষায় ছাত্র এবং অন্যদের প্রচেষ্টার প্রশংসা করেন। তুর্ক বলেন, যে কোনো দমন-পীড়ন, অভ্যুত্থান ও সহিংসতার পর সামনে আগুয়ান হতে সত্যান্বেষণ ও প্রতিকারের একটি জাতীয় প্রক্রিয়া থাকা দরকার।

ভুক্তভোগীদের, তাদের প্রিয়জনদের এবং সামগ্রিকভাবে সমাজের যন্ত্রণা ও ক্ষোভ উপশমের একটি সর্বাত্মক পদ্ধতির প্রয়োজন, যাতে অপরাধের সুবিচার, সত্যান্বেণ প্রক্রিয়া, ভুক্তভোগীদের জন্য ক্ষতিপূরণ এবং ইতিহাসকে স্মরণীয় করার ও সংরক্ষণের উদ্যোগ অন্তর্ভুক্ত থাকে।

তুর্ক বাংলাদেশের গুম সংক্রান্ত আন্তর্জাতি সনদের অনুমোদন এবং একটি তদন্ত কমিশন নিয়োগকে স্বাগত জানান। জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন গত ৫ থেকে ১৫ আগস্টের মধ্যে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ তদন্ত করছে।

তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আস্থা বাড়াতে এ ধরনের ঘটনার ক্ষেত্রে পূর্ণাঙ্গ তদন্ত ও জবাবদিহিতার ব্যবস্থাসহ কর্তৃপক্ষের আশু ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি বলেন, এটি বিশেষ করে সামাজিক মিডিয়াতে ভুল ও মিথ্যা তথ্য ছড়ানো এবং ঘৃণাত্মক প্রচারণার প্রেক্ষাপটে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আস্থা গড়ে তুলতে সহায়ক হবে।

অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও আইনের শাসন নিয়ে উদ্বেগসহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হয়েছে, তা স্বীকার করে তুর্ক সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের ফলে পরিবর্তনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘মানবাধিকারের অঙ্গীকার উপলব্ধি করতে সাহস ও সহিষ্ণুতার প্রয়োজন হয়, তবে এটি আস্থা বজায় রাখে এবং বদ্ধমূল বিভাজন দূর করতে সহায়তা করে।’ তিনি মানবাধিকারকে আলোকবর্তিকা করে এসব পরিবর্তনের হাল ধরার গুরুত্বের ওপর জোর দেন।

তিনি বলেন, ‘আমি উৎসাহিত হয়েছি যে, অনেক আলোচনায়, জোরদার উপস্থিতির মাধ্যমে আমার দপ্তরের বর্ধিত সমর্থনের আহ্বান জানানো হয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের সাথে বাংলাদেশে আমাদের বর্ধিত উপস্থিতির পদ্ধতির ওপর আলোচনা শেষ করার অপেক্ষায় রয়েছি।’

তিনি এ বছরের জুলাই-আগস্টে সংঘটিত বিক্ষোভের প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন মোতায়েন করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণকে অন্তর্বর্তী কর্তৃপক্ষের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে অভিহিত করেন। দুই দিনের সফর শেষ করার আগে তুর্ক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও কয়েকজন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

ইবাংলা/ বাএআএইচ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us